পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার বাকশিমূল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন- বুড়িচংয়ের বাকশিমূল এলাকার আসমত আলীর ছেলে রফিজ মিয়া, একই এলাকার আবদুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, একই এলাকার শাহ তৈয়ব আলী, আলী আশরাফের স্ত্রী সফরজান বেগম ও মনির হোসেনের স্ত্রী শামু বেগম এবং অন্য একজন অজ্ঞাতনামা।
এদিকে গুরুতর আহত দুইজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, বুড়িচং থেকে কালিকাপুর যাওয়ার পথে রেলক্রসিংয়ে সকালে চট্টগ্রামমুখী মহানগর প্রভাতি ট্রেন একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে বাহনটির চালকসহ ছয়জন নিহত হন। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন।
স্থানীয়রা আরও জানায়, রেলক্রসিংয়ের দুই পাশে গাছপালা থাকার কারণে ট্রেন দেখা যায় না এবং সেখানে কোনো রেলগেট বা সিগন্যাল ব্যবস্থা নেই। এসব কারণে যানবাহন সরাসরি রেললাইনের ওপর উঠে পড়ে। দুর্ঘটনাপ্রবণ এই জায়গায় দীর্ঘদিন ধরে রেলক্রসিংয়ের দাবি জানালেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়রা রেলক্রসিংয়ে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে গেছে। নিহতদের দেহ ছিন্নভিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’