কুমিল্লায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

কুমিল্লায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তিতাস ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণের কারণে কুমিল্লা উত্তর পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর আওতায় ছয় উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

দাউদকান্দি, তিতাস, হোমনা, বাঞ্ছারামপুর, মেঘনা ও গজারিয়া উপজেলার সব এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকার বিষয়টি গ্রাহকদের আগেভাগেই জানানো হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল হোসাইন।

তিনি বলেন, গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা এবং নিরবচ্ছিন্নতা নিশ্চিত করা হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে কাজটি গ্রাহকদের দীর্ঘমেয়াদে উন্নত সেবা দেওয়ার লক্ষ্যেই করা হচ্ছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করব। রক্ষণাবেক্ষণের কাজ শেষে স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু হবে। স্থানীয় বাসিন্দাদের এ সময়ের মধ্যে বিকল্প ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

বিশেষজ্ঞদের মতে, গ্রিড উপকেন্দ্রের রক্ষণাবেক্ষণ বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা ও নিরবচ্ছিন্নতা নিশ্চিত করতে সহায়তা করে। তবে দীর্ঘ সময় বিদ্যুৎ বন্ধ থাকায় দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ে।

উপজেলাগুলোতে বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য এ পরিস্থিতিতে পানির পাম্প, ইলেকট্রনিক যন্ত্রপাতি এবং মোবাইল ফোন চার্জিংয়ের মতো প্রয়োজনীয় বিষয়গুলো আগেভাগে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোয় ব্যাকআপ পাওয়ারের প্রয়োজন হতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, রক্ষণাবেক্ষণ কাজের সময়সূচি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে, যাতে নির্ধারিত সময়েই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। এ সময়ের মধ্যে বিদ্যুৎ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Related Articles