কোটা আন্দোলন : ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

কোটা আন্দোলন : ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কোটা সংস্কার আন্দোলনকারীদের অবরোধের কারণে ঢাকার ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

ঢাকার মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে সারা দেশের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সরকারি তিতুমীর কলেজ, বিএএফ শাহীন কলেজ, সাউথ ইস্ট ইউনিভার্সিটিসহ আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মহাখালীতে সমবেত হতে শুরু করেন।

এসময় তারা মহাখালী রেললাইনের উপর অবস্থান নিলে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত মহাখালী রেললাইনের দু’পাশে দু’টি ট্রেন আটকে পড়েছে।

ঢাকার বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ, বেশ কিছু সড়কে যান চলাচল বন্ধ
কোটা সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকার বেশ কয়েকটি পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এতে প্রগতি সরণিসহ বেশকিছু সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। একইসাথে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট দেখা যাচ্ছে।

ঘটনাস্থল থেকে বিবিসি বাংলার প্রতিবেদকরা জানিয়েছেন, বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার বনানী মোড়, কুড়িল মোড়, নতুন বাজার এবং মেরুল বাড্ডা এলাকায় সড়ক অবরোধ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর মধ্যে মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নতুন বাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আর কুড়িল বিশ্বরোড় মোড় ও বসুন্ধরা আবাসিক এলাকায় সড়ক অবরোধ করেছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এতে কুড়িল মোড় থেকে রামপুরা মোড় পর্যন্ত অংশে প্রগতি সরণিতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

অন্যদিকে, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশসহ আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বনানী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষাভ করতে দেখা গেছে।

এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিমানবন্দর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

গুগল ম্যাপে ঢাকার অনেক রাস্তা বন্ধ দেখাচ্ছে
দুপুর ২টা ১৫ মিনিটে গুগল ম্যাপে দেখা গেছে, ঢাকার অনেক রাস্তা বন্ধ হয়ে পড়েছে। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো যেসব এলাকায় রয়েছে তার সামনের রাস্তাগুলোতে যান চলাচল স্থবির হয়ে পড়েছে।

সূত্র : বিবিসি

Related Articles