পাথেয় রিপোর্ট : ২৫ মার্চ সোমবার বাদ মাগরিব জামিআ মাদানীয়া আসআদুল উলূম মাদানীনগর, খুলনা মাদরাসার দাওরায়ে হাদীসের সমাপনী ও পবিত্র বুখারী শরীফের খতম উপলক্ষে দুআ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে বুখারী শরীফের শেষ দরস প্রদান করবেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা, শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
খুলনা মাদানীনগর মাদরাসার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী খতমে বুখারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে পাথেয় টোয়েন্টিফোর’কে বলেন, আল্লাহর মেহেরবানীতে আমাদের সবকাজ-আয়োজন প্রস্তুত। সোমবার বাদ মাগরিব বুখারী শরীফের শেষ দারস প্রদান করে সাইয়্যিদ মাওলানা আসআদ মাদানী রহ.-এর খলীফা আল্লামা মাসঊদ মুনাজাত করবেন ইনশাআল্লাহ। মুনাজাতে হাজির হওয়ার আহ্বান জানাচ্ছি তিনি।