খুলে দেয়া হলো হযরত হাবিলের সমাধি সৌধ

খুলে দেয়া হলো হযরত হাবিলের সমাধি সৌধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান হযরত হাবিলের সমাধি সৌধ ও মসজিদ গত ৭ জানুয়ারি থেকে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। হযরত হাবিল ছিলেন হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান। তাঁকে তার ভাই কাবিল হত্যা করেছিল। ১৬ শতাব্দীর শেষ দিকে দামেস্কের ৫০ কিলোমিটার দূরে কাসিউম পাহাড়ে তার সমাধি সৌধ ও একটি মসজিদ নির্মাণ করা হয়। সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া বন্ধ করে দেয়া হয়।

অবশেষে দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম ও হাওয়া আলাইহিস সালামের সন্তান হযরত হাবিলের সমাধি সৌধ ও মসজিদ গত ৭ জানুয়ারি থেকে পুনরায় দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে। এ সমাধি সৌধের পাশে দর্শনার্থীদের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে বিশাল মসজিদ। যা যুদ্ধের কারণে অনেক দিন বন্ধ ছিল। এটি সিরিয়ার রাজধানী দামেস্কের কাসিউম পাহাড়ের চূড়ায় অবস্থিত।

উল্লেখ্য যে, হযরত হাবিল তার ভাই কাবিলের আক্রমণের স্বীকার হয়ে ইন্তেকাল করেন। তাফসিরে এসেছে, ‘মহান আল্লাহর নির্দেশে হজরত হাবিল আদম আলাইহিস সালামের প্রতিনিধি নির্বাচিত হন। আর কাবিল ছিলেন হযরত হাবিলের বড়। আল্লাহর প্রতিনিধি নির্বাচিত হওয়ার বিষয়টি কাবিল মেনে নিতে পারেননি। এতে কাবিল আপত্তি করেন। কাবিলের আপত্তির ফলে হযরত আদম আলাইহিস সালাম তার দুই সন্তান হযরত হাবিল ও কাবিলকে আল্লাহর জন্য কুরবানি করতে বলেন। আর যার কুরবানি কবুল হবে সে হবে হযরত আদমের পর আল্লাহর প্রতিনিধি। অতঃপর তারা কুরবানি করল।

এতে হযরত হাবিলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। কাবিলের কুরবানি কবুল হয়নি। আল্লাহ তাআলা হযরত হাবিলের নিঃস্বার্থ নিয়তের জন্য তার কুরবানি কবুল করলেন। ফলে কাবিল হযরত হাবিলের ওপর ঈর্ষান্বিত হয়ে তাকে হত্যা করেন।

হযরত হাবিলের এ সমাধি সৌধটি বর্তমান সিররিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। যেটি সিরিয়া চলমান যুদ্ধের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর সমাধি সৌধ ও ইবাদতখানা মসজিদ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।

হযরত হাবিলের এ সমাধি সৌধটি বর্তমান সিররিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত। যেটি সিরিয়া চলমান যুদ্ধের কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর সমাধি সৌধ ও ইবাদতখানা মসজিদ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *