‘গাদ্দারদের কথা শুনবেন না,’ ঈদের জামাতে এসে মমতার কড়া বক্তব্য

‘গাদ্দারদের কথা শুনবেন না,’ ঈদের জামাতে এসে মমতার কড়া বক্তব্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশের সাথে সাথে আজ ভারতেও পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে বিভিন্ন মসজিদ ও ময়দানে ঈদের নামাজের সাড়ম্বর আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গে সবচেয়ে বৃহৎ ঈদের জামাতটি অনুষ্ঠিত হয় রেড রোডে।

এছাড়াও কলকাতার নাখোদা মসজিদ, টিপু সুলতান মসজিদ, পার্ক সার্কাস, ময়দান, খিদিরপুর সহ রাজ্যের অসংখ্য মসজিদে নামাজ আদায় করা হয়। নামাজ শেষেই একে অপরকে আলিঙ্গন এবং কুশল বিনিময় করেন মুসলিম ধর্মপ্রাণ মানুষেরা। সকাল থেকেই নতুন জামা-কাপড় পরে রাস্তায় নামেন হাজারও মানুষ।

রেড রোডের ঈদের জামাতে উপস্থিত হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী জাভেদ খান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি, কলকাতা পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল প্রমুখ।

ঈদের নামাজে উপস্থিত হয়ে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতা ব্যানার্জী।

তিনি বলেন, ‘আপনাদের সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা গোটা বিশ্বের শান্তি চাই। আমরা কোন দাঙ্গা চাইনা, দেশকে বিভক্ত করতে চাই না। যারা দেশকে টুকরো করতে চায় আমাদের প্রাণ থাকতে তা করতে দেব না। আপনারা সবাই শান্তিতে থাকবেন। কারো প্ররোচনায় পা দেবেন না।’

এ সময় কেন্দ্রের ক্ষমতাশীল দল বিজেপিকে গদ্দার বলে অভিহিত করে মমতা বলেন, ‘গদ্দারদের কথা শুনবেন না। আমাদের গদ্দারদের বিরুদ্ধে লড়তে হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। আমরা লড়াই করতে প্রস্তুত কিন্তু মাথা ঝুঁকাতে রাজি নই।’

তিনি আরো বলেন, ‘কেউ কেউ বিজেপির কাছ থেকে রুপি নিয়ে বলছে মুসলিমদের ভোট ভাগ করে দেবো। আমি বলব তোমাদের (বিজেপি) এত হিম্মত নেই যে বিজেপির জন্য মুসলিমদের ভোট ভাগ করবে। আগামী বছর দেশে সাধারণ নির্বাচন। কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না। আপনাদের যারা বাইরে আছে তাদের সবাইকে ফিরে এসে ভোটের অংশ নিতে হবে। গণতন্ত্র চলে গেলে সবকিছু বিসর্জন হয়ে যাবে।’

মমতা বলেন, ‘আজ সংবিধান বদলে বদল করা হচ্ছে, ইতিহাস বদল করা হচ্ছে, তারপর এনআরসি আনার কথা বলছে। কিন্তু আমরা তা করতে দেবো না। আমরা যদি সবাই একত্রিত হয়ে যাই তাহলে তোমাদের (বিজেপি) চেয়ার পড়ে যাবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *