পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর গুলিস্তানে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে গুলিস্তানের জিপিও এলাকায় এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে দুপুর সোয়া ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেই হতাহত হয়নি।