পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের মিরসরাইয়ে সোনিয়া আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ নভেম্বর) সকাল দশটার দিকে মিরসরাইয়ের ওছমানপুর ইউনিয়নের মরগাং গ্রামে এই ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চলতি বছরের ২৩ সেপ্টেম্বর কাটাছরা ইউনিয়নের পশ্চিম দুর্গাপুর মাচ্ছাপুকুর এলাকার শাহাজাহানের পুত্র শাহ রেজওয়ান রবিনের সঙ্গে ওচমানপুর ইউনিয়নের মরগাং গ্রামের মো. জহুরুল হকের মেয়ে সোনিয়ার বিয়ে হয়।
নিহত সোনিয়ার বড় ভাই জয়নাল আবেদীন বলেন, ‘গত ২ নভেম্বর স্বামীর বাড়ি থেকে আমাদের বাড়িতে বেড়াতে আসে সোনিয়া। শনিবার সকালে আমার মা ও ছোট বোন বাইরে ছিল। সকাল আনুমানিক ১০টার দিকে আমার কাছে খবর আসে, সোনিয়া ঘরের দরজা বন্ধ করে রেখেছে। পরে দ্রুত ঘরের দরজা ভেঙে দেখি ঘর তার লাশ ঝুলতেছে। এরপর খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।’
ওসি বলেন, ‘সোনিয়া নামের এক গৃবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আজ (রবিবার) সকালে লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’