গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

গ্রিস উপকূলে নৌকাডুবিতে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গ্রিস উপকূলে নৌকাডুবিতে অন্তত ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার গ্রিসের কোস্ট গার্ড এই তথ্য নিশ্চিত করেছে। দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন মানুষ ছিলেন তা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

গ্রিসের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, আমরা আশঙ্কা করছি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার রাতে নৌকাটি শনাক্ত করে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স। গ্রিসের উপকূলীয় শহর পাইলোস থেকে প্রায় ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটিকে শনাক্ত করে সংস্থাটি। এটি ইতালি যাচ্ছিল। কোস্ট গার্ডের একটি নৌযান সেটির কাছে গিয়ে সহযোগিতার প্রস্তাব দেয়।

কোস্ট গার্ড জানায়, নৌকার যাত্রীরা তাদের সহযোগিতা প্রত্যাখ্যান করে এবং যাত্রা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এর পর তল্লাশী ও উদ্ধার অভিযান শুরু হয়।

গ্রিসের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌকাটি লিবিয়ার শহর তবরুক থেকে রওনা দিয়েছিল। যাত্রীদের বেশিরভাগ ছিলেন তরুণ।

গ্রিক কর্তৃপক্ষ মৃতদের জাতীয়তা নিশ্চিত করতে পারেনি। তবে পরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, বেশিরভাগ অভিবাসনপ্রত্যাশী মিসর, সিরিয়া ও পাকিস্তানের। উদ্ধারকৃতদের কালামাতা শহরে নেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *