গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি চরমোনাই পীরের

গ্রেফতারকৃত আলেমদের মুক্তির দাবি চরমোনাই পীরের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশে গ্রেপ্তারকৃত আলেমদের মুক্তির দাবি জানালেন ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পাশাপাশি ইসলামি আন্দোলন বাংলাদেশের গ্রেফতার হওয়া নেতাকর্মীদেরও মুক্তির দাবি জানান তিনি।

সোমবার (১৬ আগস্ট) বিকেলে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ দাবি জানান তিনি।

তিনি বলেন, গ্রেফতার, হামলা-মামলা করে ইসলামকে ঠেকিয়ে রাখা যাবে না। দিন দিন ইসলামের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। বস্তুবাদী শাসন ব্যবস্থা থেকে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে।

দেশে কর্তৃত্ববাদী শাসন চলছে বলে অভিযোগ করে মুফতী ফয়জুল করীম বলেন, আজ মানুষের মৌলিক অধিকার ভূলুণ্ঠিত। জানমাল, ইজ্জতের নিরাপত্তা নেই। সর্বত্র আতঙ্ক বিরাজ করছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতি দূর করে দ্রুত সময়ের মধ্যে সবার ভ্যাকসিনের ব্যবস্থা করতে হবে। গণটিকা কর্মসূচি সরকারের দলীয় কর্মসূচিতে পরিণত করেছে। যেখানে সরকারি হিসাব মতে ২৭ কোটি ৬৫ লাখ ডোজ টিকা প্রয়োজন, সেখানে তারা সোয়া কোটি ডোজ টিকা নিয়ে গণটিকা ঘোষণা দিয়ে জাতির সঙ্গে তামাশা করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *