পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। বর্তমানে পদ্মা নদীর মাঝখানে আটকা পড়ে রয়েছে চারটি ফেরি, যা যাত্রীদের চরম দুর্ভোগে ফেলেছে।
শুক্রবার সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব এতটাই বেড়ে যায় যে, নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানিয়েছেন, ‘বর্তমানে ঢাকা, এনায়েতপুরী, কেরামত আলী এবং বনলতা নামের চারটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছে। কুয়াশার তীব্রতা কমলে দ্রুত ফেরি চলাচল শুরু করা হবে।’