ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আল্লামা মাসঊদের আহ্বান

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আল্লামা মাসঊদের আহ্বান

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আল্লামা মাসঊদের আহ্বান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: করোনা তাণ্ডবের মধ্য দিয়েই ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদেরই থাকতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, ঘূর্ণিঝড় আম্ফান কিছুটা দিক পরিবর্তন করলেও দেশের মানুষের ঘরবাড়িসহ নানা স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ মুহূর্তে সুস্থসবল মানুষের উচিত বিপন্ন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো।

বিপদের দিনে পাশে থাকা মানুষই প্রকৃত বন্ধু দাবি করে আল্লামা মাসঊদ বলেন, করোনাকালে যেভাবে সরকারি কর্মকর্তাগণ জীবনের ঝুঁকিকে উপেক্ষা করে মানুষ ও মানবতাকে বাঁচাতে যুদ্ধ করছেন তেমনি ঘূর্ণিঝড় আম্ফানের সম্ভাব্য ক্ষতি রোধ করতেও তাদের বিকল্প নেই। সামান্য অবহেলাও দেশের মানুষের বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। বিপন্ন মানুষের পাশে থাকা একজন মুসলমানের ঈমানী দায়িত্বও।

বুধবার (২০ মে ২০২০) সকালে দশ নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করা হলে মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গণমাধ্যমে এ বিবৃতি দেন।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু হতে হবে। এ দুর্যোগ মানুষ মোকাবেলা করতে পারে না। মানুষ কেবল সতর্ক থাকতে পারে। আমরা যেমন সতর্ক, সজাগ থাকবো তেমনি মহান আল্লাহকে ডাকবো। আনন্দ বেদনায় যেনো আমরা আল্লাহকে ভুলে না যাই।

বিপন্ন মানুষের পাশে দাঁড়ায় যে তরুণ তাকে আল্লাহর প্রিয় বান্দা বলেও মন্তব্য করেন আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *