চট্টগ্রামে আন্দরকিল্লায় বইয়ের দোকানে আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামে আন্দরকিল্লায় বইয়ের দোকানে আগুন নিয়ন্ত্রণে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চট্টগ্রামের আন্দরকিল্লায় আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শাহি জামে মসজিদ শপিং কমপ্লেক্স ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ‘প্রতিভা লাইব্রেরি’ নামের একটি বইয়ের দোকান পুড়ে গেলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন ছড়াতে পারেনি। প্রায় এক ঘণ্টার চেষ্টায় নন্দনকানন ফায়ার স্টেশনের একটি ইউনিট দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুর সাড়ে ১২টার দিকে আন্দরকিল্লায় গিয়ে দেখা যায়, সড়কে ছড়িয়ে–ছিটিয়ে আছে পোড়া বই। তখনো দোকানের ভেতর ছোট ছোট আগুনে ফুলকি জ্বলছে। ফায়ারের সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। সড়কে পড়ে থাকা বইগুলোর সামনে দাঁড়িয়ে অক্ষত বইগুলো সরিয়ে নিচ্ছিলেন প্রতিভা লাইব্রেরির স্বত্বাধিকারী সুনাম চৌধুরী। তাঁর দোকানের বেশির ভাগ বই পুড়ে ছাই হয়ে গেছে।

মসজিদ মার্কেটের আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিস কর্মীরা। আজ সকাল সাড়ে ১২টায় চট্টগ্রামের আন্দরকিল্লার জামে মসজিদ মার্কেটেজুয়েল শীল।
সকালে আগুনের ধোঁয়া দেখে সুনাম চৌধুরীকে খবর দেন স্থানীয় একজন। খবর পেয়ে জরুরি সেবা ৯৯৯ এ কল দেন তিনি। নিজেও ছুটে আসেন দোকানের কর্মচারীদের নিয়ে। দুপুর সাড়ে ১২টার দিকে যখন সুনাম চৌধুরীর সঙ্গে কথা হয়, তখন তিনি পুড়ে যাওয়া বইগুলোর সামনে নিশ্চুপ দাঁড়িয়ে ছিলেন।

সামনে যেতেই কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, সামনে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে নতুন বই তুলেছিলেন দোকানে। বিভিন্ন শ্রেণির পাঠ সহায়িকা বই, বিভিন্ন পরীক্ষার বই মিলিয়ে প্রায় এক কোটি টাকার বই ছিল।

পুড়ে যাওয়া বইয়ের দোকানের মালিক সুনাম চৌধুরী দোকানের সামনে দাঁড়িয়ে আহাজারি করছেন। চট্টগ্রামের আন্দরকিল্লার জামে মসজিদ মার্কেটেজুয়েল শীল
সুনাম চৌধুরী বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বই বেচাকেনা ভালো হয়। এর আগে এত বড় ক্ষতি হয়ে গেল। কীভাবে এই ক্ষতি পুষিয়ে উঠবেন—এই নিয়ে দুশ্চিন্তা তাঁর।

নন্দনকানন ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আলী প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আশপাশের আর আগুন ছড়াতে দেওয়া হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *