পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) রাত ও বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মিফতাহুল আলম (২৭), ইরফান ইউনুছ (২৭), মো. আবদুল কাইয়ুম (৫৫), মোহাম্মদ আলী (৪০), মো. এমরান আলী (৩৮), মো. দেলোয়ার (৩২) ও মো. আবু বক্কর ছিদ্দিক (৩২)।
চট্টগ্রাম নগর পুলিশ জানায়, রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারিসহ শীর্ষ নেতাদের গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার সকালে পাঁচলাইশ থানার মুরাদপুর ১ নম্বর রেলগেট এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিল থেকে নেতাকর্মীরা বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে। পরবর্তীতে এ ঘটনায় পাঁচলাইশ থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৬ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করা হয়। ওই মামলায় অভিযান চালিয়ে এজাহারে থাকা সাতজনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) মোখলেছুর রহমান বলেন, জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (৮ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আগামীকাল রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।