চট্টগ্রামে সন্ত্রাস দমনে পুলিশ কমিশনারের সহযোগিতা চাইলেন মুক্তিযোদ্ধারা

চট্টগ্রামে সন্ত্রাস দমনে পুলিশ কমিশনারের সহযোগিতা চাইলেন মুক্তিযোদ্ধারা

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম দেশের প্রথম বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামে সন্ত্রাস দমনে মহানগর পুলিশ কমিশনারের মো. মাহাবুবর রহমান পিপিএমের ভূমিকা চেয়েছেন মুক্তিযোদ্ধারা। গত বুধবার সিএমপি কমিশনার কার্যালয়ে সদ্য যোগদানকৃত মো. মাহাবুবর রহমান পিপিএমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তারা এ আহ্বান জানান। এ সময় মুক্তিযোদ্ধারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাবুদ্দিন এতে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার সরোয়ার কামাল দুলু, সহকারী কমান্ডার মো. বদিউজ্জামান, সহ-সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো. বোরহান উদ্দিন, সদস্য বাবুল মজুমদার, পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মহিউদ্দিন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহমদ, রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মো. ইসহাক প্রমুখ। উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত কমিশনার মাসুদুল উল হাসানসহ শীর্ষ পুলিশ কর্মকর্তারা।

মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন বলেন, ২০১৩-১৪ সালে সারা দেশে যখন আগুন সন্ত্রাস ও অরাজকতা চলছিল তখন আপনি (সিএমপি কমিশনার) তখন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে সীতাকুন্ড ও মিরসরাই উপজেলায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। আপনার সেই ভূমিকার জন্য মুক্তিযোদ্ধারা আনন্দিত। আগামীতেও আপনি চট্টগ্রামকে সন্ত্রাস থেকে মুক্ত রাখবেন মুক্তিযোদ্ধারা আপনার কাছ থেকে সে প্রত্যাশা রাখে। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান চট্টগ্রামে দায়িত্ব পালনের সময় মুক্তিযোদ্ধাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *