চার মামলায় হেফাজত নেতা মুফতি ফখরুলের হাইকোর্টে

চার মামলায় হেফাজত নেতা মুফতি ফখরুলের হাইকোর্টে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা নাশকতার চার মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ তাকে রুলসহ জামিন দেন।

গত ২৫ এপ্রিল রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় মুফতি ফখরুল ইসলামসহ হেফাজত এ নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *