পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং সীমান্তরক্ষী কর্মকর্তারা হিউস্টন সমুদ্রবন্দরে নকল এন-৯৫ মাস্কের একটি চালান আটক করেছেন।
প্রায় সাড়ে তিন লাখ ডলারের এই চালানে এক লাখ ৭০ হাজার মাস্ক ছিল। এগুলো তৈরি হয়েছে চীনে। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে জাস্ট আর্থ নিউজ।
প্রতিবেদনে কাস্টমস এবং সীমান্ত রক্ষীদের এক বিবৃতির বরাতে বলা হয়েছে, যখন চালানটি হিউস্টন সমুদ্রবন্দরে পৌঁছেছিল, সিবিপি কর্মকর্তারা এটি পরীক্ষা করে দেখেন এবং বাক্সগুলিতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ লোগো ছিল। সিবিপি অফিসাররা যখন ট্রেডমার্কধারীর সাথে যোগাযোগ করেছিলেন, তাদের বলা হয় এই চালানের লাইসেন্স নেই।
এর আগে, গত বছর ইতালিকে মাস্ক, গ্লাভস, ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী পিপিইসহ বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছিল চীন। ইতালিতে পাঠানো এসব চিকিৎসা সরঞ্জামের মধ্যে প্রায় ২৫০ মিলিয়ন মাস্ক ছিল। কিন্তু পরে দেখা যায় এসবের প্রায় অর্ধেক নকল এবং ত্রুটিযুক্ত। তাই ২০২০ সালের জুলাইয়ে পর কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই চীন থেকে মাস্ক আমদানি বন্ধ করে দেয় দেশটির সরকার।