চীনের পর ভিয়েতনামে আছড়ে পড়লো সুপার টাইফুন ইয়াগি

চীনের পর ভিয়েতনামে আছড়ে পড়লো সুপার টাইফুন ইয়াগি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের পূর্বাঞ্চলীয় হাইনানে আঘাত হানার পর এবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর হাইফোংতে আছড়ে পড়লো সুপার টাইফুন ইয়াগি। স্থানীয় সময় শনিবার (৭ সেপ্টেম্বর) চলতি বছরের এশিয়ার সবচেয়ে শক্তিশালী এই ঝড়টি আঘাত হানে। এতে অবকাঠামোগত ক্ষতিসহ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, চীনের আঘাত হানার সময় টাইফুনটির বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৩৪ কিলোমিটার (১৪৫ মাইল)। শক্তি হারিয়ে ভিয়েতনামে আঘাত হানার সময় এর গতিবেগ ছিলো ১৬০ কিলোমিটার (৯৯ মাইল)।

টাইফুনের আঘাতে ভিয়েতনাতে প্রাথমিকভাবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, ঝড়ের কারণে বিদ্যুৎবিচ্ছিন্ন শহরটির অধিকাংশ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

রয়টার্সের প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বাতাসে ভবনগুলোর কাচের জানালা ও গাছপালা ভেঙ্গে গেছে। কর্তৃপক্ষের নির্দেশ মতো সবাই ঘরে অব্স্থান করায় রাস্তা ছিলো নির্জন।

এর আগে, ইয়াগির আঘাতে চীনে অন্তত দুইজনের প্রাণহানি হয়। এসময় আহত হন আরও বেশ কয়েকজন। ঝড়ের কারণে সড়ক ডুবে যায়। বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলো ৮ লাখেরও বেশি গ্রাহক।

গত সপ্তাহে ফিলিপাইনে ইয়াগির আঘাতে ১৬ জনের মৃত্যু হয়।

Related Articles