চীনের পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় নিহত ৫৫ জন

চীনের পারমাণবিক সাবমেরিন দুর্ঘটনায় নিহত ৫৫ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পীত সাগরে চীনের পরমাণু চালিত সাবমেরিন দুর্ঘটনায় অন্তত ৫৫ সেনা নিহত হয়েছে। সাগরে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ জাহাজের জন্য পাতা ফাঁদে আটকে যাওয়ার পর সাবমেরিনটি ডুবে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে বলে ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য টাইমস।

তবে চীন সাবমেরিনের ক্ষতির কথা অস্বীকার করেছে। কিন্তু ব্রিটিশ গোয়েন্দা প্রতিবেদনে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর সাবমেরিনটিকে ০৯৩-৪১৭ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরও বলা হয়েছে, এটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে যার ফলে ২১ আগস্ট এর ক্রুরা বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিলেন।

নিহতদের মধ্যে ক্যাপ্টেন ও ২১ জন কর্মকর্তা রয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি সাংহাইয়ের উত্তরে শানডং প্রদেশের কাছে অক্সিজেন ফুরিয়ে যাওয়ার পর এটি তার নিজস্ব বাহিনীর মাধ্যমে স্থাপন করা সমুদ্রের তলদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় ধরা পড়ে।

ব্রিটিশ গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ‘আমাদের ধারণা সাবমেরিনে সিস্টেমের ত্রুটির কারণে হাইপোক্সিয়ায় (অক্সিজেনের অভাব) মৃত্যু হয়েছে।’

এই সাবমেরিন সম্পর্কিত ঘটনার বিষয়ে গুজব এক মাসের বেশি আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছিল। কিন্তু বেইজিং তা অস্বীকার করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *