চীনের মহাপ্রাচীরে ড্রোন দিয়ে ফুড ডেলিভারি সার্ভিস চালু

চীনের মহাপ্রাচীরে ড্রোন দিয়ে ফুড ডেলিভারি সার্ভিস চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ- গ্রেট ওয়াল অফ চায়না। মহা উৎসাহে প্রতিদিন এ প্রাচীরের সৌন্দর্য উপভোগ করতে আসেন হাজার হাজার মানুষ। তবে এখানে ভ্রমণ পিপাসুদের ভ্রমণ তৃষ্ণা মিটলেও ভালোমন্দ খাবার সুযোগ কম। সোজা ভাষায়- ২১ হাজার ১শ ৯৬ কিলোমিটার দৈর্ঘ্যের সুবিশাল মহাপ্রাচীরটির কোথাও নেই কোনো খাবারের দোকান!

তাইতো প্রযুক্তিতে সুপারপাওয়ার চীন এ সমস্যারও সমাধান করেছে প্রযুক্তির মাধ্যমেই। পর্যটকদের খাবার সমস্যার সমাধানে গ্রেট ওয়াল অফ চায়নায় চালু হয়েছে ফুড ডেলিভারি সার্ভিস। তবে, তা পৌঁছানো হবে ড্রোনের মাধ্যমে!

চীনের ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ‘মেতুআন’ গ্রাহকের কাছে খাবার পৌঁছে দিতে ব্যবহার করছে ড্রোন। বিগত এক সপ্তাহ ধরে গ্রেট ওয়ালের ব্যাডালিং অংশে ড্রোনের মাধ্যমে ডেলিভারি করা হচ্ছে খাবার। মোবাইল অ্যাপে অর্ডারের ৫ থেকে ৭ মিনিটের মাঝেই গ্রাহকের হাতে পৌঁছে যায় খাবার।

মেতুআনের পাবলিক এফেয়ার্স ডিরেক্টর ইয়ান ইয়ান বলেন, খাবার ডেলিভারি করতে আগে যেখানে ৫০ মিনিট সময় লাগতো, ড্রোনের মাধ্যমে এখন তা ৫ মিনিটেই সম্ভব। খাবারের পাশাপাশি জরুরি বিভিন্ন সামগ্রীও আমরা পাঠানোর ব্যবস্থা করেছি।

রাজধানী বেইজিংএ গত সপ্তাহে শুরু করলেও চীনের আরও প্রদেশে চালু আছে ড্রোনের মাধ্যমে ফুড ডেলিভারি সার্ভিস।

Related Articles