চেম্বার আদালতে এক দিনে ২৬৬ মামলা নিষ্পত্তির রেকর্ড

চেম্বার আদালতে এক দিনে ২৬৬ মামলা নিষ্পত্তির রেকর্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি গতকাল বুধবার ২৬৬টি মামলায় আদেশ দিয়েছেন। এর মধ্য দিয়ে চেম্বার আদালত এক কার্যদিবসে সর্বোচ্চসংখ্যক মামলা নিষ্পত্তিতে রেকর্ড গড়েছেন।

আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ওই মামলাগুলোয় গতকাল আদেশ দেন। আইনজীবীরা বলছেন, এর আগে চেম্বার আদালতে এক কার্যদিবসে এত সংখ্যক মামলা নিষ্পত্তির নজির নেই।

আদালত সূত্র বলেছে, বেলা আড়াইটার পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গতকাল চেম্বার আদালতের কার্যক্রম চলে। কার্যতালিকায় থাকা ২৬৬টি মামলার শুনানি নিয়ে আদেশ দেন আদালত। সর্বোচ্চ আদালতের এই বিচারপতি এর আগে গত এপ্রিলে এক কার্যদিবসে সর্বোচ্চ ২০৮টি মামলায় আদেশ দিয়েছিলেন।

জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, মামলার উভয় পক্ষে পর্যাপ্ত শুনানির সুযোগ দিয়ে এক কার্যদিবসে চেম্বার আদালত ২৬৬ মামলার নিষ্পত্তি করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। জানামতে, চেম্বার আদালতে এর আগে এক কার্যদিবসে এত মামলা নিষ্পত্তির রেকর্ড নেই।

এ ছাড়া ভাষার মাস গত ফেব্রুয়ারির প্রথম দিন আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম প্রায় দেড় শ মামলায় বাংলায় আদেশ ও সিদ্ধান্ত দেন। এটি ছিল বিচার বিভাগের ইতিহাসে প্রথম কোনো চেম্বার বিচারপতির বাংলায় আদেশ ও সিদ্ধান্ত দেওয়া।

সূত্র: প্রথম আলো

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *