ছয় মাসের মধ্যেই রংপুরে শুরু হচ্ছে রোবটিক সার্জারি

ছয় মাসের মধ্যেই রংপুরে শুরু হচ্ছে রোবটিক সার্জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের স্বাস্থ্যসেবা খাতকে এগিয়ে নিতে আগামী ছয় মাসের মধ্যে রংপুরে রোবটিক সার্জারির মাধ্যমে অস্ত্রোপচার শুরু হতে যাচ্ছে।

রোববার (৩০ জুন) দুপুরে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের কিডস গার্ডেনে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানান কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. জাবেদ আখতার।

ডা. জাবেদ আখতার বলেন, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট (এআই) ব্যবহারের মাধ্যমে রোবটিক সার্জারিতে দেহের অপ্রশস্ত ও জটিল স্থানে অস্ত্রোপচার করা সম্ভব হবে। এতে খরচ বেশি হলেও জটিলতা, রক্তপাত ও সংক্রমণের হার কমে আসবে।

রোবটিক সার্জারি নিয়ে সার্জনদের অংশগ্রহণে আগামী ৫ জুলাই রংপুরে বৈজ্ঞানিক সেমিনার হওয়ার কথাও জানান তিনি।

সংবাদ সম্মেলনে রংপুর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. হৃদয় রঞ্জন রায়সহ রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

Related Articles