জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

জলবায়ু পরিবর্তনে একসঙ্গে কাজ করতে আগ্রহী বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র তাদের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে।

বুধবার (২৫ অক্টোবর) ভোরে মার্কিন পররাষ্ট্র দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী এমপি এবং জলবায়ু বিষয়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দূত জন কেরির মধ্যে এক বৈঠকে তারা এ বিষয়ে একমত পোষণ করেন।

দুই বিশেষ দূত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনসহ দ্বিপাক্ষিকভাবে এবং বৈশ্বিক জলবায়ু প্ল্যাটফর্মে বৃহত্তর সহযোগিতা তৈরির লক্ষ্যে প্রশমন, অভিযোজন তহবিল, প্রযুক্তি স্থানান্তর এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের বিশেষ দূত সাবের চৌধুরী জলবায়ু ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ও নেতৃত্ব পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, বৈশ্বিক জলবায়ু প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ঘাটতি পূরণে বাংলাদেশ জলবায়ু ঝুঁকিপূর্ণ এবং স্বল্পোন্নত দেশগুলির পক্ষে সোচ্চার ভূমিকা অব্যাহত রাখবে।

তিনি ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের জলবায়ু বিষয়ে বিভিন্ন উদ্যোগ সম্পর্কে জনাব কেরিকে অবহিত করেন।

বিশেষ দূত জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সঙ্গে বিশ্বব্যাপী কার্বন নিঃসরণ হ্রাসে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অর্থায়নের বিষয়ে বিশ্ব ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে।

বাংলাদেশের নবায়নযোগ্য খাতে বিনিয়োগের বিষয়ে জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে তার জলবায়ু লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করার বিষয়ে অংশীদার হতে ইচ্ছুক।

সাবের হোসেন চৌধুরী এবং জন কেরি উভয়ই আসন্ন জলবায়ু বিষয়ক সম্মেলন সফল করার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টাকে জোরদারের মাধ্যমে ঐকমত্য গড়ে তোলা এবং বৈশ্বিক সংহতির গুরুত্ব ও প্রয়োজনীতার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে সাবের হোসেন চৌধুরী ওয়াশিংটন ডিসি’র সিনেট হার্ট ভবনে জীবাশ্ম জ্বালানির ক্রম হ্রাসকরণে অর্থায়ন এবং অগ্রগতি সম্পর্কিত বিভিন্ন দেশের সংসদ সদস্যদের নিয়ে গঠিত এ সংক্রান্ত কমিটি সভায় সভাপতিত্ব করেন। মার্কিন সিনেটর এড মার্কি ও কানাডিয়ান সিনেটর রোজা গালভেজসহ উরুগুয়ে, বলিভিয়া, কলম্বিয়া, জাম্বিয়া এবং উগান্ডার নেতৃস্থানীয় সংসদ সদস্যরা সভায় অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *