পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মধ্যপ্রাচ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র। রাষ্ট্রের মালিক ফিলিস্তিনিরাই এখন রাষ্ট্রহীন। নিউইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যাওয়ার আগে ফিলিস্তিনিদের ন্যায়বিচারের ব্যাপারে নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। তিনি বিশ্বমঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনিদের জন্য ন্যায়বিচারের পক্ষে কথা বলবেন। খবর ডেইলি সাবাহর।
এরদোয়ানের ভাষায়, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায়বিচারের এই লড়াইয়ে তুরস্ক তাদের সঙ্গে দৃঢ়ভাবে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের অগ্রাধিকার দিয়ে এই ইস্যু সমাধান করতে হবে। আর এই অঞ্চলে যেন ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তি আসে তা-ও নিশ্চিত করতে হবে।
প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধ এখনও থামবার কোনো নাম-গন্ধ নেই। এমন প্রেক্ষাপটে পর্যবেক্ষকরা বলছেন, জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সমর্থন আদায়ের চেষ্টা করবেন এরদোয়ান। পাশাপাশি গাজা ও পশ্চিম তীরে মানবিক সংকট নিরসনেও চাপ প্রয়োগ করবেন তিনি।
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ, পুলিশের গুলিতে চিকিৎসক নিহতপাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ, পুলিশের গুলিতে চিকিৎসক নিহত
একইসঙ্গে মঙ্গলবার সমাবেশের প্রথম দিনে তার নির্ধারিত বক্তৃতায় এরদোগান জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের জন্য আহ্বান জানাবেন। এছাড়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দানের জন্য আরও অনেক দেশের প্রতি আহ্বান জানাবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণের প্রতিরোধে চাপ বাড়াতে আহ্বান করবেন।