পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৮ম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৫হি./২০২৪ ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
রবিবার (৩১ মার্চ) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়সাল ওমর ফারুক বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।
এসময় মুফতি মুহাম্মদ আলী বলেন, রেজাল্ট প্রকাশের সময় আমাদের বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব অনুপস্থিত ছিলেন। তবে তাঁর তত্বাবধানেই এই রেজাল্ট প্রকাশ করেছি আমরা।
বোর্ডের সাথে সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, শিক্ষার্থীরা অনেক মেহনতে করে, কষ্ট-মুজাহাদা করে পরীক্ষা দিয়েছেন। আমি তাদের মোবারকবাদ জানাই।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৪৮৭ জন। পাশের হার ৮৩.৬২%।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা সচিব মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মুফতি আব্দুর রহিম কাসেমী, মাওলানা জামিল আহমাদ, মাওলানা শরফুদ্দীন, মুফতী সাইফুল ইসলাম, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।
নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক মারহালায় মেধা তালিকায় যারা আছেন তাদের নাম উল্লেখ করা হলো:
মারহালা— ইফতা
১. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র তারিক জামিল। তার গড় নাম্বর ৮৯.১৭%। বিভাগ- মুমতায।
২. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র ইউসুফ আমিন। তার গড় নাম্বার ৮৭.১৭%। বিভাগ- মুমতায।
৩. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মোঃ রাশেল। তার গড় নাম্বার ৮৫.৬৭%। বিভাগ- মুমতায।
মারহালা— ফযীলত (বালক)
১. জামি‘আ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া মাদরাসার ছাত্র যিয়াদ বিন মাহবুব। তার গড় নাম্বার ৯১.৫০%। বিভাগ-মুমতায।
২. জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রীর ছাত্র মুআয আফফান নাবীল। তার গড় নাম্বার ৮৯.৮৮%। বিভাগ- মুমতায।
৩. জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রীর ছাত্র মাহমুদুল্লাহ। তার গড় নাম্বার ৮৭.৭৫%। বিভাগ-মুমতায।
মারহালা— সানাবিয়া উলইয়া (বালক)
১. জামিয়া ইসলামিয়া হানীফিয়া বাঘিবাড়ির ছাত্র আব্দুর রউফ। তার গড় নাম্বার ৮৭.৭১%। বিভাগ- মুমতায।
২. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র জুনায়দ মিয়া। তার গড় নাম্বার ৮৭.০০%। বিভাগ- মুমতায।
৩.জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া কিশোরগঞ্জ মাদরাসার ছাত্র উবাদুল্লাহ। তার গড় নাম্বার ৮৬.৮৬%।
মারহালা— মুতাওয়াসসিতা (বালক)
১. জামি‘আ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া মাদরাসার ছাত্র ইউনুছ আহমাদ। তার গড় নাম্বার ৯৫.৮৬%। বিভাগ- মুমতায।
২. জামি‘আ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া মাদরাসার ছাত্র ইব্রাহিম। তার গড় নাম্বার ৯৫.০০%। বিভাগ- মুমতায।
৩. জামি‘আ ইকরা বাংলাদেশ, খিলগাঁও, চৌধুরীপাড়া মাদরাসার ছাত্র মুআজ বিন মারুফ। তার গড় নাম্বার ৯৪.২৯%। বিভাগ- মুমতায।
মারহালা— ইবতিদাইয়্যাহ (বালক)
১. জামিয়াতুল ইসলাহ আল মাদানিয়া কিশোরগঞ্জ মাদরাসার ছাত্র ইসমাঈল হোসেন। তার গড় নাম্বার ৯৩.৫৭%। বিভাগ- মুমতায।
২. জামিয়া ইসলামিয়া দারুল উলুম রামপুরা, বনশ্রীর ছাত্র রাহাত হাসান রিয়াদ। তার গড় নাম্বার ৯৩.২৯%। বিভাগ- মুমতায।
৩. আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাব নগর মাদরাসার ছাত্র মাহমুদুল হাসান। তার গড় নাম্বার ৯০.৭১%। বিভাগ- মুমতায।
মারহালা— হিফজ (৩০ পারা)
১. জামিয়া কাশিফুল উলুম মাদ্রাসার ছাত্র তামিম দারী। তার মোট নাম্বার ২০০। বিভাগ- মুমতায।
২. (ক) জামিয়া ইসলামিয়া বালক-বালিকা, শ্রীমঙল মাদ্রাসার ছাত্র রাকিবুল হাসান। তার মোট নাম্বার ১৯৯। বিভাগ- মুমতায।
২. (খ) জামিয়া ইসলামিয়া বালক-বালিকা, শ্রীমঙল মাদ্রাসার ছাত্র নাদিম আহমদ। তার মোট নাম্বার ১৯৯। বিভাগ- মুমতায।
২. (গ) জামিয়া ইসলামিয়া বালক-বালিকা, শ্রীমঙল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাসান। তার মোট নাম্বার ১৯৯। বিভাগ- মুমতায।
৩. (ক) ইকরা তাহফিজুল কুরআন মাদ্রাসার ছাত্রী নাফিসা। তার মোট নাম্বার ১৯৮। বিভাগ- মুমতায।
৩. (খ) কাসিমিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্র কাউসার। তার মোট নাম্বার ১৯৮। বিভাগ- মুমতায।
৩. (গ) জামিআ মাদানিয়া আসআদুল উলুম, মাদানী নগর, খুলনার ছাত্র ইরফান সাদীদ। তার মোট নাম্বার ১৯৮। বিভাগ- মুমতায।
৩. (ঘ) খাদেমুল ইসলাম ইন্টা. মাদ্রাসার ছাত্র আব্দুল মোমিন মোল্লা। তার মোট নাম্বার ১৯৮। বিভাগ- মুমতায।
ফলাফলের পিডিএফ ভার্সন দেখতে এখানে ক্লিক করুন।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।