পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ প্রতিষ্ঠিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ তথা জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ-এর ৮ম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৫হি./২০২৪ ঈ.-এর ফলাফল প্রকাশিত হয়েছে।
৮ম কেন্দ্রীয় পরীক্ষায় ফজিলত মারহালায় জামিআ ইকরা বাংলাদেশ প্রথম স্থান অর্জন করেছে। এছাড়া ইফতা মারহালায় ৬ষ্ঠ, সানাবিয়্যাহে ৬ষ্ঠ, মুতাওয়াসসিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করছেন ঢাকার এই স্বনামধন্য প্রতিষ্ঠানটি।
জামিআ ইকরা বাংলাদেশের এই অভূতপূর্ব সাফল্যে প্রতিষ্ঠানটির সম্মানিত রঈস মাওলানা আরীফ উদ্দীন মারুফ বলেন, আমাদের ছেলেরা সারা বছর যে কঠোর পরিশ্রম করেছে আজ তার-ই ফল পেয়েছে। গত বছরের মতো এবারও ছাত্ররা তাদের সফলতা ধরে রেখেছে। আমি আশা করবো, ভবিষ্যতে তারা এই মেহনতের ধারা বজায় রেখে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে, এবং ভালো ও দায়িত্ববান আলেম হয়ে দেশ ও জাতির খেদমতে নিয়োজিত হবে।
উল্লেখ্য, রবিবার (৩১ মার্চ) বেলা ১১টায় জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড মিলনায়তনে বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশ-এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ফয়সাল ওমর ফারুক বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের অনুপস্থিতিতে বোর্ডের মহাসচিব ও আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম আফতাবনগর ঢাকার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলীর কাছে চুড়ান্ত ফলাফল হস্তান্তর করেন।
জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ৮ম কেন্দ্রীয় পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৬৪৮৭ জন। পাশের হার ৮৩.৬২%।
নিম্নে জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষাতে প্রত্যেক মারহালায় মেধা তালিকায় জামিআ ইকরা বাংলাদেশের যেসব ছাত্ররা আছেন তাদের নাম ও গড় নাম্বার তুলে ধরা হলো:
পিডিএফটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।