জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের জ্বালানি বিভাগ

জাপানের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশের জ্বালানি বিভাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতার জন্য, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

 

সোমবার (২৭ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সই হওয়া এ চুক্তির আওতায় জাপানি ব্যাংক এ খাতে বিনিয়োগের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা দেবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “এই সমঝোতা স্মারক, জাপানি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলএনজি ও গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি রূপান্তর অবকাঠামোর উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

 

তিনি বলেন, “গ্যাস সেক্টরে প্রায় ৩০ লাখ স্মার্ট গ্যাস মিটার প্রয়োজন হবে। যদি, জেবিআইসি, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় স্মার্ট মিটার স্থাপন করতে পারি, তাহলে এটি গ্যাসের অপব্যবহার ও অপচয় রোধে বিশাল ভূমিকা রাখবে।”

 

প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, “তিতাস গ্যাসের জন্য প্রায় ৭ লাখ প্রি-পেইড গ্যাস মিটার এবং কর্ণফুলীতে আরো ৪ লাখ ৩৫ হাজার প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন করা হবে; যা গ্যাসের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করবে।”

 

প্রতিমন্ত্রী বলেন বাংলাদেশে বিনিয়োগে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *