পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আন্তর্জাতিক খতমে নবুওয়াত আন্দোলনের বিশ্ব মহাসচিব ডক্টর মাওলানা আহমদ আলী সিরাজ সম্প্রতি বাংলাদেশে এক দীনি সফরে এসেছিলেন। সফরের শেষ দিন আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) জামিআ ইকরা বাংলাদেশ পরিদর্শনে এসেছিলেন তিনি। এসময় ইকরা সংলগ্ন হাজীপাড়া ঝিল মসজিদ কমপ্লেক্সে বাদ জোহর জামিআ ইকরার শিক্ষকবৃন্দ ও ছাত্রদের উদ্দেশ্যে তিনি বিশেষ বয়ান রাখেন।
বয়ানের শুরুতেই তিনি জামিআ ইকরা বাংলােদেশ-এর শায়খুল জামিআ, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.) ও মুহতামিম মাওলানা আরীফ উদ্দীন মারুফ (দা.বা.)–এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই জামিআয় উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।”
তিনি বলেন, “মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব ও আরীফ উদ্দীন মারুফ সাহেব এই মাদ্রাসার পেছনে অক্লান্ত পরিশ্রম করে একে একটি সুবাসিত ইলমী কাননে রূপ দিয়েছেন।”
“মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব খুব ভেবে-চিন্তে এই মাদ্রাসার নাম ‘জামিআ ইকরা’ রেখেছেন। ইসলামের প্রথম ওহীও ছিলো ‘ইকরা।’ এই ‘ইকরা’–এর সবক আল্লাহ তাআলা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেয়া হয়েছিলো।”
তালিবে ইলমদেরকে নেক আমলের প্রতি উৎসাহিত করে তিনি বলেন, “এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত। যতদিন বেঁচে আছি, চেষ্টা করবো আল্লাহ তাআলার হুকুম-আহকাম মেনে চলার। আল্লাহকে রাজি খুশি করার। বেশি বেশি নেক আমল করতে পারি। কেননা আখিরাতে কেবল এই নেক আমলগুলোই কাজে আসবে। দুনিয়াদারীর আর কোনো কিছু কাজে আসবে না। জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনি যখন ইচ্ছা মৃত্যু দিতে পারেন। সময়মতো নেক আমল করতে না পারলে কোনো আফসোস-ই কাজে আসবে না।”
কুরআন পাঠের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, “বেশি বেশি কুরআন পড়তে হবে। কেয়ামতের মহাপেরেশানির দিনও এই কুরআন তাঁর তেলাওয়াতাকারীর পক্ষে আল্লাহ তাআলার নিকট সুপারিশ করবে। কুরআন শিক্ষা করার জন্য মাদরাসায় আসা আবশ্যক না। আপনি যেখানেই থাকুন না কেন, সর্বদা মুখে কুরআন পড়তে থাকুন।”
জামিআ ইকরায় পূর্বসূরি বুযুর্গ মনীষীদের আগমনের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, জামিআ ইকরায় আসতে পারা আমার জন্য বিরাট সৌভাগ্যের। আমি মদীনা মুনাওয়ারায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রওযা পাকে মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ সাহেব, মাওলানা আরীফ উদ্দীন মারুফ সাহেব এবং আপনাদের সবার জন্য বিশেষ দোয়া করবো। আল্লাহ আপনাদের কবুল করুন।
জামিআ ইকরার পরিদর্শন শেষে ড. মাওলানা আহমদ আলী সিরাজ শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)–এর বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ (দা.বা.)–এর জানেশীন ও জ্যেষ্ঠপুত্র মাওলানা সদরুদ্দীন মাকনুনকে তিনি খিলাফত ও ইযাজতে বায়আত প্রদান করেন।