জেঁকে বসেছে শীত

জেঁকে বসেছে শীত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীতের শুরুটা এবার বেশ আগেভাগেই হয়েছে। বাংলা দিনপঞ্জিকা অনুযায়ী, এখনো অগ্রহায়ণ মাস। এরই মধ্যে হিমেল হাওয়া ও মধ্যরাতে ঠাণ্ডা জেঁকে বসেছে। সূর্যের দেখা মিলছে না ভরদুপুরেও। ঘন কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ। তবে দেশে এখনো শৈত্যপ্রবাহ বইছে না। মূলত দিনের তাপমাত্রা কমে যাওয়ায় শীত বেড়েছে।

দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে কনকনে শীত পড়তে শুরু করেছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। কনকনে বাতাস ও ঘন কুয়াশায় পঞ্চগড়ে রাত গভীর হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে ঝরছে ইলশে গুঁড়ির মতো কুয়াশা।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেখা গেছে, গরম কাপড়ের অভাবে অনেক নিম্ন আয়ের মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। তারা দ্রুত সরকারি বেসরকারি পর্যায়ে সহায়তা চেয়েছেন।

শীত থেকে একটু বাঁচার জন্য রাস্তার পাশে খড়-কুটো জ্বালিয়ে মানুষজন শীত নিবারণের চেষ্টা করছে। কুয়াশা থাকায় দিনের বেলা রাস্তায় হেড লাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *