টাইব্রেকারে উতরে যাওয়া  ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত লড়বে ইংল্যান্ডের বিপক্ষে

টাইব্রেকারে উতরে যাওয়া ক্রোয়েশিয়া শেষ পর্যন্ত লড়বে ইংল্যান্ডের বিপক্ষে

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের টিকিট কাটতে বুধবার মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। এই সেমিফাইনাল জিততে মরিয়া দুই দলই। তাই আভাস মিলছে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার। গত দুই ম্যাচে টাইব্রেকারে উতরে যাওয়া ক্রোয়েশিয়া ইংল্যান্ডের বিপক্ষে লড়বে শেষ পর্যন্ত।

ক্রোয়েট তারকা মারিও মানজুকিচ দৃঢ় কণ্ঠে বললেন, ইংল্যান্ডের বিপক্ষে তাদের সবটা দেবে ক্রোয়েশিয়া। হেরে গেলেও যেন অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে না হয় সেভাবে লড়বে দলের খেলোয়াড়রা।

শেষ বাঁশি বাজা পর্যন্ত গ্যারি সাউথগেটের শিষ্যদের মোকাবিলা করতে চান মানজুকিচ, ‘চিন্তা করবেন না, ইংল্যান্ডের জন্য এখনও আমার মধ্যে কিছু আছে। আমরা সবাই শেষ পর্যন্ত লড়ব। তারপরও যদি আমরা হেরেও যায়, যেন কেউ আমাদের দোষ দিতে না পারে।’

নকআউটে ক্রোয়েশিয়ার সফলতার পেছনে দারুণ অবদান মানজুকিচের। শেষ ষোলোতে পিছিয়ে পড়েও ডেনমার্কের বিপক্ষে তার গোলে সমতা ফেরায় দল। রাশিয়ার বিপক্ষেও একটি গোলে অ্যাসিস্ট ছিল তার। যদিও দুটি ম্যাচই শেষ হয়েছে টাইব্রেকারে। জুভেন্টাস স্ট্রাইকার দেশের জন্য আরও অবদান রাখতে চান, ‘আমি সবসময় আমার দেশের জন্য সেরাটা দেই।’ গোল ডটকম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *