টেস্টে হোয়াইটওয়াশ হয়ে নয়ে নেমে গেল বাংলাদেশ

টেস্টে হোয়াইটওয়াশ হয়ে নয়ে নেমে গেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : টেস্ট র‌্যাঙ্কিংয়ের আট নম্বরে বাংলাদেশের অবস্থান টিকে থাকল মাত্র আড়াই মাস। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে র‌্যাঙ্কিংয়ের আট নম্বর জায়গা পুনরুদ্ধার করল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ আবারও নেমে গেল নয় নম্বরে।

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদের পর গত ১ মে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবার আটে উঠেছিল বাংলাদেশ। এক সময়ের প্রবল পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ নেমে গিয়েছিল নয়ে।

বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল তখন ৭৫, ওয়েস্ট ইন্ডিজের ৬৭। পরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ ড্র করার পর ক্যারিবিয়ানদের পয়েন্ট দাঁড়ায় ৭২।

আট নম্বর অবস্থান ধরে রাখতে হলে এই সিরিজ অন্তত ড্র করতে হতো বাংলাদেশকে। অ্যান্টিগায় প্রথম টেস্টে হারের পর জ্যামাইকায় জয় ছাড়া আর উপায় ছিল না। কিন্তু প্রথম টেস্টের পর দ্বিতীয়টিতেও বাংলাদেশ হেরেছে তিন দিনেই।

ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট এখন ৭৭। বাংলাদেশের কমে হয়েছে ৬৭। পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজ তাই উঠে গেছে অনেকটাই ওপরে।

ওয়েস্ট ইন্ডিজ এর পরের সিরিজ খেলবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের বিপক্ষে। বাংলাদেশের পরের সিরিজের সম্ভাব্য প্রতিপক্ষ অক্টোবরে জিম্বাবুয়ে। নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ। র‌্যাঙ্কিংয়ের হিসাব-নিকাশ আরেক দফা ওলট-পালটের সুযোগ আসবে হয়তো ততদিনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *