ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধবিরতিতে রাজি পুতিন!

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর যুদ্ধবিরতিতে রাজি পুতিন!

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রুশ অভিযান বন্ধে মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগের অংশ হিসেবে রাশিয়া ‘সীমিত জ্বালানি ও অবকাঠামোগত’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ফোনালাপের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষই সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি পূর্ণ যুদ্ধবিরতি এবং স্থায়ী শান্তির বিষয়ে ‘কৌশলগত আলোচনা’ করতে সম্মত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ খবর জানায়।

‘মধ্যপ্রাচ্যে অবিলম্বে এসব বিষয়ে আলোচনা শুরু হবে’ বলে জানিয়েছে হোয়াইট হাউস।

প্রতিবেদন মতে, ট্রাম্প এবং পুতিন ‘একমত হয়েছেন যে, অর্থনৈতিক চুক্তি এবং ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাসহ যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কের বড় ইতিবাচক দিক রয়েছে’।

হোয়াইট হাউসের বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্প এবং পুতিন ইউক্রেন যুদ্ধে শান্তি এবং যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন। উভয় নেতাই একমত হয়েছেন যে, এই সংঘাতের অবসান হওয়া উচিত একটি স্থায়ী শান্তির মাধ্যমে।

যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে উন্নত দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন দুই নেতা।

বিবৃতিতে আরও বলা হয়, এই সংঘাত কখনো শুরু হওয়াই উচিত ছিল না এবং আন্তরিকতা ও সদিচ্ছার মাধ্যমে অনেক আগেই এর সমাপ্তি ঘটানো উচিত ছিল। ট্রাম্প ও পুতিন একমত হয়েছেন, শান্তির পথে যাত্রা শুরু হবে জ্বালানি ও অবকাঠামোগত যুদ্ধবিরতির মাধ্যমে। পাশাপাশি, কৃষ্ণ সাগরে সামুদ্রিক যুদ্ধবিরতি বাস্তবায়ন, পূর্ণ যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি আসবে কৌশলগত আলোচনার মাধ্যমে।

মধ্যপ্রাচ্যে শিগগিরই এসব নিয়ে আলোচনা শুরু হবে বলেও জানানো হয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Related Articles