ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে বিরক্ত রিপাবলিকান নেতা

ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে বিরক্ত রিপাবলিকান নেতা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাষ্ট্রের নেবরাস্কা রাজ্যের সিনেটর বেন সাসে বলেছেন, ‘ আজকের দিনটা বিশ্রী ছিল।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের তাণ্ডবের ঘটনায় এ মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তিনি আরো বলেন, আমি চিন্তাও করি না যে- আমরা আমাদের বাচ্চাদের বলবো যে, যুক্তরাষ্ট্রের সেরা দিনগুলো আমাদের পেছনে রয়েছে। কারণ এটি সত্য নয়, এটা আমরা না।

বেন সাসে আরো বলেন, চাঁদ অবতরণ করানোর মতো কিছু এই জাতি করতে পারে না, যাতে করে নিজের পড়শির ওপর আঘাত আসে।

ট্রাম্প সমর্থকদের হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। এমনকি জর্জিয়ায় সিনেটর নির্বাচনে মাত্র হেরে যাওয়া রিপাবলিকান কেলি লোফলার এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। বাইডেনের জয়ের ব্যাপারেও সমর্থন দিয়েছেন তিনি।

তিনি বলেন, আমি এখন উত্তম বিবেকের সাথে এই ইলেক্টরদের শংসাপত্রের বিষয়ে আপত্তি জানাতে পারি না।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *