ডামি নির্বাচন-ডামি মন্ত্রিসভার প্রতি জনগণের আগ্রহ নেই : মুফতি ফয়জুল করীম

ডামি নির্বাচন-ডামি মন্ত্রিসভার প্রতি জনগণের আগ্রহ নেই : মুফতি ফয়জুল করীম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেছেন, দেশ এক অগ্নিগর্ভে নিপতিত। রিজার্ভ শূন্যের কোঠায় চলে এসেছে।

আজ শুক্রবার বিকেলে বরিশালের চরমোনাই মাদরাসায় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তার সাথে সাক্ষাত করতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, ‘অর্থনৈতিকভাবে দেশ দেউলিয়ার পথে। এর মধ্যে সদ্য সমাপ্ত হলো একতরফা প্রহসনের ডামি নির্বাচন। ডামি নির্বাচনের পর তড়িঘড়ি করে মন্ত্রীসভা গঠন করে বর্তমান সরকার জাতিকে কী মেসেজ দিয়েছে? জনগণের ডামি নির্বাচন ও ডামি মন্ত্রীসভার প্রতি কোনো আগ্রহ নেই। ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে।

এমনকি ২৭ কেন্দ্রে কোনো ভোট না পড়ায় প্রমাণিত এই নির্বাচন আওয়ামী লীগও বর্জন করেছে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নতুন নতুন আবিষ্কার করেছে। এবার তারা ডামি নির্বাচন ও ডামি মন্ত্রিসভা আবিষ্কার করেছে। প্রধানমন্ত্রী নতুন নতুন ফর্মুলা আবিষ্কার করে থাকেন।

এবার তার নতুন ফর্মুলা হলো বিরোধী দল ছাড়াও গণতন্ত্র হয়। হাজার হাজার কোটি টাকা খরচ করে দেশের সম্পদ নষ্ট করে জনগণকে দুর্ভোগে ফেলছে। অপরদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ দিশেহারা। এভাবে জনগণের সাথে তামাশার কোনো মানে হয় না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *