ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮

ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় এ মৃত্যুর তথ্য পাওয়া যায়। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের এ–সংক্রান্ত সর্বশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ মারা যাওয়া শিশুটির বয়স পাঁচ বছরের মধ্যে। সে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

নতুন করে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৭ জন। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় রয়েছেন ৭২ জন। ঢাকা মহানগরের বাইরে আছেন ২৬ জন। এ ছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগের হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন যথাক্রমে ১৪ ও ৭ জন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৯২ জনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে ৪৬ দশমিক ৭ শতাংশ পুরুষ ও ৫৩ দশমিক ৩ শতাংশ নারী। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৪ হাজার ৮০৪। এর মধ্যে ৬১ দশমিক ৩ শতাংশ পুরুষ ও ৩৮ দশমিক ৭ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৩ হাজার ৩১৫ জন।

Related Articles