পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভর্তি প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে ডোপ টেস্ট অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। ২০২৩-২৪ সেশনের ভর্তি পরীক্ষা থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো শিক্ষার্থী ডোপ টেস্টে পজিটিভ হলে তার ভর্তি বাতিল করা হবে।
রবিবার (৫ মে) চবি ডিন কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ মোস্তফা।
তিনি বলেন, “২০২৩-২৪ সেশনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনপত্রের সঙ্গে ডোপ টেস্ট সার্টিফিকেট দেখাতে হবে। ফলাফল পজিটিভ এলে ভর্তি বাতিল করা হবে।”
ডোপ টেস্ট কোথায় করা হবে জানতে চাইলে অধ্যাপক রাশেদ বলেন, “নির্দিষ্ট স্থান এখনও চূড়ান্ত হয়নি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারেই এই টেস্ট হওয়ার সম্ভাবনা বেশি।”