ঢাকার বাতাসের মান আজ সকালেও ‘মধ্যম’

ঢাকার বাতাসের মান আজ সকালেও ‘মধ্যম’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার বাতাসের মান গ্রহণযোগ্য পর্যায়ে রয়েছে আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। গতকালও (বৃহস্পতিবার) অবশ্য ঢাকার বাতাসের মান গ্রহণযোগ্য পর্যায়ে ছিল।

আজ সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৫৮ নিয়ে ঢাকা বিশ্বব্যাপী দূষিত শহরের তালিকার ৩৫তম স্থানে ছিল।

উগান্ডার কামপালা, আলজেরিয়ার আলজেয়ির্স ও পাকিস্তানের লাহোর যথাক্রমে ১৫৬, ১৫৪ এবং ১৫৩ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম তিনটি স্থানে রয়েছে।

৫১ থেকে ১০০-এর মধ্যে স্কোর থাকলে তাকে ‘মধ্যম’ বা ‘গ্রহণযোগ্য’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে, একিউআই স্কোর ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয় এবং ১৫১ থেকে ২০০-এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *