ঢাকা-যশোর রেললাইন উদ্বোধন এর সময় জানালেন রেলমন্ত্রী

ঢাকা-যশোর রেললাইন উদ্বোধন এর সময় জানালেন রেলমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী দুই মাসের মধ্যে ঢাকা-যশোরে নবনির্মিত রেললাইন উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। আজ শনিবার (৪ মে) মাদারীপুরের শিবচরে এক অনুষ্ঠানে মন্ত্রী এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে যশোর সংযুক্তকারী ১৬৯ কিলোমিটার রেললাইন উদ্বোধন করবেন।

আজ মন্ত্রী চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীকে সঙ্গে নিয়ে যৌথভাবে ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটে নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন।

কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেনটি ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা রুটে ভাঙ্গা কমিউটার হিসেবে এবং রাজবাড়ী-ভাঙ্গা-রাজবাড়ী রুটে চন্দনা কমিউটার হিসেবে পরিচালিত হবে।

প্রায় ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা-যশোর রেললাইন নির্মাণের সবচেয়ে বড় প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ রেলওয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *