তাড়াইল ইজতেমায় দলবদ্ধ অংশগ্রহণের আহ্বান আল্লামা মাসঊদের

তাড়াইল ইজতেমায় দলবদ্ধ অংশগ্রহণের আহ্বান আল্লামা মাসঊদের

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও মাসিক পাথেয় সম্পাদক শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ কিশোগঞ্জের তাড়াইলের ইসলাহী ইজতেমায় দলবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আত্মশুদ্ধির কাজ মানুষকে পরিশুদ্ধ করে। ইসলাহী অনুষ্ঠান মানুষকে গড়ার একটি বড় চেষ্টা। আপনারা তাড়াইলের ইজতেমায় দলবদ্ধ হয়ে আসুন। ওখানে দেশবরেণ্য আলেমগণও উপস্থিত থাকেন।

শুক্রবার জুমার নামাযের পর আলেমদের সঙ্গে মতবিনিময়ের সময় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

তিনি বলেন, ইসলামের দাওয়াতে মানুষ উৎসাহিত হয় আর তালিমে হৃদয় গড়ে ওঠে।

বেশী বেশী দাওয়াত ও তালিাম বাড়ানোর প্রতি জোর তাকিদ করেন তিনি।

আলেমদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, মাওলানা হোসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা খাইরুল ইসলাম ঠাকুর, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা ওয়ালিউল্লাহ প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আওলাদে রাসূল সাইয়্যেদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে প্রতিবছরই তাড়াইলে অনুষ্ঠিত হয় চারদিনব্যাপী ইসলাহী ইজতেমা। এবারও ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *