তিন ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

তিন ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

তিন ফরম্যাটের জন্য ব্যাটিং কোচ খুঁজছে বিসিবি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় দলের জন্য দীর্ঘ মেয়াদে ও তিন ফরম্যাটের জন্য একজন ব্যাটিং কোচ নিয়োগের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সীমিত ওভারে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ছিলেন নিল ম্যাকেঞ্জি। তবে হঠাৎ করেই নিজ থেকে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ায় পদটি শূন্য হয়।

সীমিত ওভারের পাশাপাশি বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে কিছু টেস্ট সিরিজেও কাজ করেছেন ম্যাকেঞ্জি। কিন্তু টেস্ট ফরম্যাটের জন্য বাংলাদেশের নিয়মিত ব্যাটিং কোচ ছিলেন না তিনি। হঠাৎ করেই বাংলাদেশের ব্যাটিং কোচের পদ ছাড়েন ম্যাকেঞ্জি। করোনাভাইরাসের কারণে পরিবার থেকে দূরে থাকতে পারবেন না জানিয়ে এই দায়িত্ব থেকে সড়ে দাঁড়ান তিনি। কিন্তু শ্রীলঙ্কা সফর এগিয়ে আসার কারণে দ্রুতই ব্যাটিং কোচ নিয়োগকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। এমনটাই বলেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান।

ইতিমধ্যে এই পদের জন্য কিছু কোচের তালিকাও করেছে বিসিবি। সোমবার আকরাম বলেন, ম্যাকেঞ্জি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর পর থেকে আমরা ব্যাটিং কোচে নিয়োগের চেষ্টা করছি। তিন-চারটি নাম আছে। আমরা এমন একজনকে নিয়োগ দেব, যিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য মঙ্গলজনক হবেন। এখনো যেহেতু সময় আছে, তাই আমাদের সাবধানতার সঙ্গে এগোতে হবে। আমরা আশা করছি, দ্রুতই আমরা একটি সমাধানে পৌঁছতে পারব। তবে একটি বিষয় নিশ্চিত যে, আমরা দীর্ঘ মেয়াদেও তার সঙ্গে সব ফরম্যাটে চুক্তির কথা ভাবছি।

২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হন ম্যাকেঞ্জি। এরপর ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরবর্তী সময়ে আরো দুই বছর তাঁর চুক্তি নবায়ন করা হয়। বাংলাদেশ দলে যোগ দিতে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সূচি ছিল। কিন্তু তিনি আর আসলেন না।

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *