তুরস্কে ৫০০ কোটি ডলার আমানত রাখবে সৌদি আরব

তুরস্কে ৫০০ কোটি ডলার আমানত রাখবে সৌদি আরব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী কয়েক দিনের মধ্যে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫ বিলিয়ন (৫০০ কোটি) ডলার আমানত জমা করবে সৌদি আরব। বুধবার সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মদ আল-জাদান এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাংবাদিকদের সৌদি অর্থমন্ত্রী বলেন, শিগগিরই এটি ঘটবে। সৌদি আরব ও তুরস্কের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছে। বিস্তারিত আলোচনা ও আমানত জমা দেওয়া আগামী কয়েক দিনের মধ্যে ঘটবে।

তিনি বলেন, এটি তুরস্কের সঙ্গে আমাদের সম্পর্কের বড় অগ্রগতি। আমরা তুরস্ক ও অপর দেশগুলোতে বিনিয়োগে আগ্রহী।

সৌদি আরবের অর্থ মন্ত্রনালয়ের এক মুখপাত্র এর আগে বলেছিলেন, আমানত নিয়ে দুই দেশ চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কাছাকাছি পৌঁছে গেছে।

২০১৮ সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগি হত্যার পর সৌদি-তুর্কি সম্পর্কে ফাটল ধরে। সম্প্রতি দুই দেশ সম্পর্কোন্নয়নে আলোচনা শুরু করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *