ত্রিপুরায় বন্যা : রেড অ্যালার্ট জারি

ত্রিপুরায় বন্যা : রেড অ্যালার্ট জারি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলমান ভয়াবহ বন্যার মাঝে ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় দক্ষিণ ত্রিপুরা জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর (আইএমডি)। সেইসাথে ধালাই ও গোমতি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

এদিকে, রোববার পর্যন্ত ত্রিপুরা রাজ্যে বন্যায় ২৬ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে রাজ্যের জরুরি পরিষেবা কেন্দ্র। সংস্থাটি আরো জানিয়েছে, বন্যাক্রান্ত ১ লাখ ১৭ হাজার মানুষকে ৫২৫টি পুনর্বাসন কেন্দ্রে নেয়া হয়েছে।

এ বন্যায় অন্তত ৫ হাজার কোটি রুপির ক্ষতি হয়েছে। বন্যার্তদের সহায়তায় বরাদ্দ দেয়া হয়েছে ৪০ কোটি রুপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমে লিখেছেন, বন্যা মোকাবেলায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১১টি এনডিআরএফ দল, ৩ প্লাটুন সেনাবাহিনী ও বিমান বাহিনীর চারটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। রাজ্য সরকারকে সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস দিয়েছে, আগামীকাল মঙ্গলবার রাজ্যের অনেক অংশে ভারী বৃষ্টি হতে পারে। পূর্বপ্রস্তুতি নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সরকারি, বেসরকারিসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সূত্র : হিন্দুস্তান টাইমস

Related Articles