পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আইনশৃঙ্খলা বাহিনীর হুঁশিয়ারি-বিধিনিষেধের মধ্যেই নতুন ইংরেজি বছরকে বরণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ফেটেছে আতশবাজি, উড়েছে ফানুস।থার্টিফার্স্টের প্রাক্কালে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনো ও শব্দদূষণ সংক্রান্ত সারাদেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরি সেবা-৯৯৯। এরমধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দিয়েছে সংস্থাটি।
সোমবার (১ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।
তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৯৯৯-এ ফোনকল আসে ৫২৬টি। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। রাত ১২টা ১ মিনিট থেকে ১ জানুয়ারি দুপুর ১টা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি কল এসেছে। এরমধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন।
এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে বলেও জানান তিনি।