পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দক্ষিণ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় শহর পূর্ব লন্ডনের একটি জনপ্রিয় নাইটক্লাবে ২০ জনের মরদেহ পাওয়া গেছে। রবিবার (২৬ জুন) দেশটির একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানান।
এর আগে ১৭ জনের মরদেহ পাওয়ার কথা জানানো হয়েছিল।
স্থানীয় এক টিভিকে প্রাদেশিক সরকারের নিরাপত্তা বিভাগের প্রধান বলেন, তিনজন হাসপাতালে মারা যাওয়ায়, নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে। এছাড়া দুইজনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
প্রাদেশিক পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার টেম্বিনকোসি কিনানা বলেন, শহরের কেন্দ্র থেকে প্রায় ৩ কিমি দূরের সিনারি পার্কের ঘটনা সম্পর্কে পুলিশকে জানান স্থানীয়রা।
তিনি রয়টার্সকে বলেন, তাৎক্ষণিকভাবে আমরা কোনো অনুমান করতে পারছি না। কীভাবে তাদের মৃত্যু হলো। মৃতদের অধিকাংশই ১৮ থেকে ২০ বছর বয়সী। আমরা এখনও ঘটনার আশেপাশের পরিস্থিতি তদন্ত করছি।
দেশটির আঞ্চলিক স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, টেবিল, চেয়ার ও মেঝেতে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।