পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দলীয় গোপন সভা করার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন উগ্রপন্থী বই ও লিফলেট জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা আমির মো. শাহজাহান খান, মহানগরী শুরা সদস্য ও যাত্রাবাড়ী থানা সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, থানা কর্মপরিষদ সদস্য ও ৬২ দক্ষিণ ওয়ার্ড সভাপতি এবং যাত্রাবাড়ী থানা বায়তুল মাল সম্পাদক মো. মোশারফ হোসেন, ৬২ দক্ষিণ ওয়ার্ড বায়তুল মাল সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন ও ৬৫ ওয়ার্ড অটোরিকশা শ্রমিক ইউনিট সভাপতি মো. আব্দুর রহমান ফরায়েজী।
মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. মাজহারুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কোনাপাড়া ফার্মের মোড় রহমতপুর ইমন হাউজের নিচ তলায় জামায়াত ইসলামের বেশ কিছু নেতা-কর্মী গোপনে তাদের মাসিক দলীয় সভা পরিচালনার উদ্দেশ্যে মিলিত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালিয়ে জামায়াতের ৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় করা মামলায় রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।