দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশের চুয়াডাঙ্গা ও রাজশাহী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। আর রাজশাহীতে তাপমাত্রা ছিল ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা বলছেন, এই দুই জেলায় মৃদু শৈত্যপ্রবাহ আরো দুই দিন স্থায়ী হতে পারে।

এদিকে রাজধানীসহ দেশজুড়ে ভোরের আবহাওয়া থাকে কুয়াশা মোড়ানো। ঘন কুয়াশার কারণে দেশের কোথাও কোথাও যান চলাচলে বিঘ্ন ঘটছে। সঙ্গে প্রতিদিন কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা। দেশের উত্তরাঞ্চলে রাতের তামপাত্রা কমা এবং কুয়াশার আধিক্য বেশি। উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, সাগরে লঘুচাপ থাকার কারণে দেশে শীতের প্রভাব পড়তে কিছুটা দেরি হয়েছে। এখন লঘুচাপ কমে যাওয়ায় দেশের কিছু জেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। চলতি মাসের শেষ দিকে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে দেশজুড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করবে। আর আগামী দু-এক দিন রাতের তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী সময়ে দেশজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত হ্রাস পেতে থাকবে।

আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। দেশজুড়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। তবে আগামী সপ্তাহ থেকে দিন ও রাতের তাপমাত্রা হ্রাস পেতে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি পশ্চিম দিকে ধাবিত হওয়ায় দেশে এর কোনো প্রভাব পড়বে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *