দুটি কবিতা | সায়ীদ উসমান

দুটি কবিতা | সায়ীদ উসমান

কা’বা প্রেমের গান

কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর
কবে হবো কা’বার পথের নেক মুসাফির।
কা’বার পিয়াস আর কতোটা গভীর হলে
আমার উপর তোমার রহম পড়বে গলে
আমায় ডেকে তোমার ঘরে করবে হাজির
কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর।
সাফা এবং মারওয়া রোজই আমায় ডাকে
মুজদালিফা হাতছানি দেয় মনের বাঁকে
রোজ আরাফার প্রেম এ বুকে হচ্ছে গভীর
মিনার প্রেমে হৃদয় আমার হলো অধীর।
লাব্বাইকের ধ্বনি বুকে কাঁপন তুলে
শুভ্রপোশাক পরবো গায়ে সকল ভুলে
ফোঁটা ফোঁটা অশ্রু চোখে তাই গড়ে নীড়
কা’বার প্রেমে হৃদয় আমার হলো অধীর।

প্রিয় বাবাকে নিয়ে গান
বাবা তোমায় মনে পড়ে, শুধুই মনে পড়ে
বাবার হাজার স্মৃতি আমায় অশ্রুসজল করে।
আমার মাথার উপর ছিলো বাবার স্নেহের ছায়া
বাবার বুকে আমার জন্য ছিলো অনেক মায়া
স্নেহের ছায়ায় বাবা আমায় তুলেছিলেন গড়ে
বাবার মায়া স্নেহের ছায়া ভুলি কেমন করে।
বাবার দু’হাত ধরেই আমি হাঁটতে শিখেছি
বাবার বুকে মাথা রেখেই বড়ো হয়েছি
দুনিয়াকে চিনেছি সেই বাবার কোলেই চড়ে
বাবা নিজের সুখ ভুলেছেন আমার সুখের তরে।
ঘরে ফিরতে আমার যদি কভু দেরি হতো
বাবার মনে উঁকি দিতো পেরেশানি কতো
আমায় ভেবে বাবার চোখে অশ্রু পড়তো ঝরে
জীবন থেকে বাবার স্নেহের ফুলটি গেলো ঝরে।

 

 

 

 

 

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *