দূরপাল্লার বাসে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে র‌্যাব

দূরপাল্লার বাসে নিরাপত্তা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে র‌্যাব

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নিচ্ছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। ঢাকা থেকে খুলনা বা বগুড়াসহ দূরবর্তী গন্তব্যের পরিবহন মালিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দূরপাল্লার ৮ থেকে ১০ টি বাস একত্রিত করে এসকর্ট দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এতে করে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য জানিয়েছেন।

এছাড়া সোমবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, অবরোধের সময় নাশকতা প্রতিরোধে দেশব্যাপী র‌্যাব ৪৬০টি টহল দিয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *