‘দেওবন্দের নামে বাংলাদেশে যা হচ্ছে তা আসলে বিকৃতি’

‘দেওবন্দের নামে বাংলাদেশে যা হচ্ছে তা আসলে বিকৃতি’

পাথেয় রিপোর্ট : তাবলীগ জামায়াতের বিষয়ে বাংলাদেশে যা হচ্ছে একে দেওবন্দের নামে বিকৃতি হিসেবে উল্লেখ করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান, ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, দেওবন্দের বিষয়টা আমার কাছে পরিষ্কারই মনে হয়।

শেষ যে দেওবন্দের বক্তব্য তাতে বলা হয়েছে, মাওলানা সাদের শর্তহীন রুজু করা অর্থাৎ তার মত থেকে ফিরে আসা, বিশেষ করে হজরত মুসা (আ.) এর বিষয়ে সাদ সাহেব বলেছেন, আমি শর্তহীনভাবে আমার মত থেকে ফিরে আসলাম। এই বিষয়টিকে দেওবন্দ গ্রহণ করেছে কিন্তু ভবিষ্যতে মাওলানা সাদ সাহেবের পক্ষ থেকে এধরনের বক্তব্য প্রকাশ পায় কিনা সেই বিষয়ে আশা আকাঙ্ক্ষাও প্রকাশ করেছে দেওবন্দ।

দেওবন্দের বক্তবে একটা বিষয় স্পষ্ট যে, মাওলানা সাদ আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কৃত হয়ে গেছেন বা তিনি ইসলামের বাইরে চলে গেছেন, তিনি গোমরা হয়ে গেছেন, তিনি কি অনুসরণের যোগ্য বা যোগ্য না এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। তাবলীগের বিষয়টিকে দেওবন্দ স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছে যে, তাবলিগের বিভক্তি হলো তাদের অভ্যন্তরীণ বিষয়। এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা (দেওবন্দ) কেবল মাওলানা সাদের আপত্তিকর কিছু বক্তবের বিষয়ে তাকে সতর্ক করেছি। নিজামুদ্দীনের সাথে কে সম্পর্ক রাখবে আর কে সম্পর্ক রাখবে না বা মাওলানা সাদকে কে অনুসরণ করবে আর কে অনুসরণ করবে না এই বিষয়গুলো নিয়ে দেওবন্দ কোনো বক্তব্য দেয়নি।

সুতরাং বাংলাদেশে দেওবন্দের নামে যা হচ্ছে সেটা আসলে একটা বিকৃতি এবং দেওবন্দকে অপব্যহার করছে অনেক ক্ষেত্রে, বাড়াবাড়ি করছে অনেক ক্ষেত্রে। তাই আমি সকলকে আহ্বান জানাবো, আমরা যদি সত্যিকারে দেওবন্দকে মানি, এবং দেওবন্দকে যদি আমরা আমাদের মাপকাঠি মনে করি, তাহলে দেওবন্দ যেই বিষয়ে যতটুক বলেছে, আমাদেরকে সেই বিষয়ে ততটুকের মাঝেই থাকা প্রয়োজন। বাড়াবাড়ি করা বা নিজেদের পক্ষ থেকে কিছু বাড়ানো না।

বাংলাদেশ জমিয়তুল উলামার নির্ধারিত ইউটেউব চ্যানেল ইকরা মাল্টিমিডিয়ার একটি ভিডিও বক্তব্যে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন। তাবলীগ জামায়াতের সাম্প্রতিক বিভক্তি, স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে বৈঠক ও অানুসাঙ্গিক বিষয়ে মাওলানা ফরীদ উদ্দীন মাসউদের একটি ভিডিও বক্তব্য প্রকাশ করা হয়। সেখানে আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে প্রশ্ন করা হয়,দেওবন্দের মতামতের ভিত্তিতে সাদ সাহেবের ব্যাপারে আপনার অভিমত কী? সে প্রশ্নের জবাবেই তিনি এ কথা বলেন।

সম্পূর্ণ ভিডিও এখানে ক্লিক করে দেখুন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *