- দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস হিসেবে নিয়োগ পেয়েছেন মুফতি সালমান মানসুরপুরী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ভারতের ভারতের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের মুহাদ্দিস হিসেবে নিয়োগ পেয়েছেন জামিআ কাসিমুল উলুম শাহী মুরাদাবাদের মুফতী ও উচ্চতর হাদীস বিভাগের সিনিয়র মুহাদ্দিস মুফতি সালমান মানসুরপুরী।
মঙ্গলবার (১৫ মার্চ) মজলিসে শুরার ২ দিনব্যাপী এক বৈঠক শেষে মুফতি সালমান মানসুরপুরীকে দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস হিসেবে নিয়োগের সিদ্ধান্ত ঘোষিত হয়। এছাড়াও বৈঠকে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
মাওলানা সালমান মানসুরপুরী গত শতাব্দীর আশির দশকে দারুল উলূম দেওবন্দ থেকে শিক্ষা সমাপন করেন। গত অর্ধ শতাব্দীর মাঝে তাঁকে দেওবন্দের সেরা ছাত্র বলে মনে করা হয়। শিক্ষা সমাপনের পর তিনি ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী এবং মুফতিয়ে আযম মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহীর খিলাফত ও ইজাজত লাভ করেন।
শাইখুল ইসলাম সাইয়্যিদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র মাওলানা সালমান মানসুরপুরী বর্তমানে মাওলানা মাহমুদ মাদানী নেতৃত্বাধীন জমিয়তের দীনী তা’লীমী বোর্ডের সাধারণ সম্পাদক এবং ইমারতে শরীয়া হিন্দের নায়েবে আমীরুল হিন্দ হিসাবেও দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে তাঁর বিপুল সংখ্যক ভক্ত ও ছাত্র রয়েছেন।
মজলিসে শুরার সভায় উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী, দারুল উলূম দেওবন্দের সদরুল মুদাররিসিন মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী, এমপি মাওলানা বদরুদ্দীন আজমল আসাম, এমএলএ মাওলানা মুহাম্মদ ইসমাইল মালিগাঁও, শাহ আবরারুল হক হারদুয়ির জামাতা হাকিম মুহাম্মাদ কলিমুল্লাহ আলিগড়ি, মাওলানা আবদুল আলিম ফারুকী লখনৌ, মাওলানা রহমতুল্লাহ কাশ্মীরি, মাওলানা আনোয়ার-উর-রহমান বিজনুরি, সাইয়িদ আনজার হুসাইন মিয়া দেওবন্দী, মাওলানা মাহমুদুল হক রাজস্থানী, মাওলানা আকিল সাহারানপুরী, মাওলানা মুহাম্মদ আকিল কাসেমি গাড়িদৌলত, মাওলানা সাইয়িদ হাবিব বান্দভি, মুফতি শফিক ব্যাঙ্গালুরি, মাওলানা আব্দুল সামাদ ২৪ পরগণা সভায় উপস্থিত ছিলেন।